Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

         লালমোহন নামকরনে ইতিহাস একটি ব্যতিক্রম ঘটনা। আনুমানিক ১৯০৪ সালের দিকে বিভিন্ন পারিপার্শিক অবস্থান ও সুযোগ সুবধা বিবেচনা করে সাথানীয় মরহুম মেহের আলী  তার নিজস্ব ভূমির উপর একটি সাধারন হাট বা বাজার প্রতিষ্ঠা করেন। নিজের নাম অনুসারে এর নাম রাখেন "মেহের গঞ্জ"।১৯১৯ সালের ৭ই জানুযারী আনুষ্ঠানিক ভাবে লালমোহন থানার কার্যক্রম শুরু হয়।