যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১।গবাদিপশু, হাঁস-মুরগী পালন উহাদের রাথমিক চিগিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২মাস ১৫দিন।
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।
আসন সংখ্যা-৬০জন ( আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি-১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
২। পোষাক তৈরী( মহিলাদের জন্য।
§ মেয়াদ– ৪মাস
§ প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
§ আসনসংখ্যা- ৪০জন।( অনাবাসিক)।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮ মশ্রেণী পাস।
§ কোর্স ফি– ৫০টাকা।
৪। মৎস চাষ।
§ মেয়াদ-১মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি মাসের ১ তারিখ।
§ আসনসংখ্যা– ২০জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণী পাস।
§ কোর্স ফি– ১০০ টাকা।
৫।কম্পিউটার।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৪০জন।
§ শিক্ষাগত যোগ্যতা– এইস,এস,সি শ্রেণীপাস।
§ কোর্স ফি– ২০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
§ কোর্সফি– ৩০০টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS